Click the language button to view the page in your own language / पेज को अपनी भाषा में देखने के लिए भाषा बटन पर क्लिक करें/ আপনার নিজের ভাষায় পৃষ্ঠাটি দেখতে ভাষা বোতামে ক্লিক করুন

যার বাড়ীতে বামদেব নিজে আসতেন এবং থাকতেন

প্রাচুর্য থাকা সত্তেও কলকাতায় এরকম সন্ন্যাস ই আমি দেখিনি, যার বাড়ীতে বামদেব নিজে আসতেন এবং থাকতেন । আমার অফিসের বস ছিলো সুশান্ত রায়(2001) যিনি পুরো নাস্তিক ছিলেন, 15 বছর পর যোগাযোগ f/b মাধ্যম এ , তার মুখে নানারকম তারক নাথ মুখার্জির (73) গল্প শুনতাম । বৃস্পতিবার দুপুরে লাস্ট 7 মাস ফোন বন্ধ দেখে, সুশান্ত দা আমাকে নিয়ে গেল । আচমকা দরজায় ধাক্কা, 4 তলার এক চিলতে ঘর,সঙ্গে বাথরুম । scientists প্রায় পুরো Europe ঘোরা, জীবনের বেশিরভাগ সময় ই বিদেশে চাকরি করতেন । 2001 থেকে সুশান্ত দা ওনাকে খুব ভালোভাবে চিনত কারন, গোলপার্ক এ পাশের বাড়িতে ভাড়া থাকতেন । 2001এ চাকরি ছেড়ে আর কোনো কাজ করেন নি। আসল বাড়ি সিউড়ি যেখানে এখনও বামদেব কালীবাড়ি বলে বিখ্যাত । সাহিতীক সঞ্জীব Chattopadhyay এর বই এ উল্লেখ করা আছে । অবাক হলাম tv ph Ac কিছুই নেই ,সম্পূর্ণ একা একটা ছোট ঘরে লাস্ট 7 বছর জীবন কাটাছে ।

আমরা বললাম ফোন নেই কেনো বলল সাধনায় বিগ্ন হয় তাই অফ । খাওয়া মন্দিরের, আমি ভাবলাম বোধহয় কোনো মানসিক সমস্যা আছে বা কোনো কারনে নিজেকে লুকিয়ে রেখেছে । অনেক খোজ নিলাম , আমার পরিচিত Psychiatric Dr. এর সাথে কথা বলাতে bujlam কোনো অসুখ নেই । প্রচুর সম্পত্তি বাদ দিএও বাঙ্কে যা টাকা আছে তার থেকে যা সুদ পায় 10 ভাগের 1ভাগ ও মাসে খরচ হয় না । কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনে 2 Lak দিল । সুশান্ত বললো AC তো লাগাতে পারেন, current free, উনি বলল গরম লাগলে ভেজা গামছা মাথায় দাও । ঘরে প্রচুর ধর্মীয় বই । বেদ , বেদান্ত , উপনিষদ থেকে স্বামীজি, রামকৃষ্ণ , অরবিন্দ ,বাইবেল, কোরান ও মুখস্ত ও understand । অবিবাহিত কারন সাধনায় বাধা আসবে ।

আমি সুশান্ত কে বললাম অনেক ধর্মীয়ো সন্স্তাতে গেছি , যাদের দেখেছি বুজেছি বেশিরভাগ ই কোনো না কোনো sarther সঙ্গে যুক্ত । আমাকে হাত দেকতে বলল, একরকম বাধ্য হয়েই deklam । বলল প্রেসার বেড়েছে আর কোনো অসুখ নেই । osud খায় না । যোগ pranayam ধ্যান পড়াশুনা নিয়েই থাকতে ভালোবাসে । আমি বললাম এতো কস্ট করার মানে কি ? বলল মুক্তেশ্বর এ অনেক বছর জঙ্গল এ ছিলাম , বয়স hachhe এখানে Dr. খাওয়া দাওয়া সব ভালো । উদ্দেশ্য পরম ব্রম্ম্য কে পাওয়ার চেষ্টা । আমার সাথে নানা আলোচনার পর আমাকে ঋষি অরবিন্দ র লেখা The secret of the Veda বই টা দিল আর পড়তে বলল । এতো কঠিন ভাষায় লেখা, পড়ব না লোকের হাত দেখে পাথর bechbo ! সংসার আছে, পাপী মন আমার । আমি ধন্য এরকম মহাত্মার সঙ্গে পরিচিত হয়ে । জয় বামদেব ।জয় মা তারা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Categories:

Contact Me

Submit your details